কালকিনিতে হামলায় অন্তঃসত্তা নারীসহ আহত ১২
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারচর গ্রামে মোবাইল ফোনকে কেন্দ্র করে হামলায় অন্তঃসত্তা নারীসহ কমপক্ষে ১২জন আহত হয়েছে। শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত, পারিবারিক, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারচর গ্রামের দাদন হাওলাদারের মেয়ে তামান্না নিজেদের ঘরের সামনে বসে মোবাইল ফোনে কথা বলার সময় একই গ্রামের হাতেম হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার ঐ মেয়েটির কাছ থেকে মোবাইল ফোনটি কেরে নেয়।
এ নিয়ে রাতেই কথার কাটাকাটি হলে শুক্রবার সকালে স্বপনের বাবা তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে কামাল হাওলাদার (২৫), জামাল হাওলাদার (৩৫), সুমাইয়া (২১), হনুফা বেগম (৫৫), হালিমা (২০), ছাবিনা (২৪), সেলিনা বেগম (৫০), আলো বেগম (৩৫), তাছলিমা বেগম (৩৫), ইসমাইল হাওলাদার (২২), তামান্না (১৩)সহ প্রায় ১২জন আহত হয়।
অন্তঃসত্তা সুমাইয়া বেগমকে গুরুতর অবস্থায়সহ অন্যদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ওএস/অ/আগস্ট ০১, ২০১৪)