রংপুর প্রতিনিধি : আজ শনিবার জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এইচ. এম এরশাদের চেহলাম। এ জন্য নগরীর ৩৩টি ওয়ার্ড ও ৫টি ইউনিয়নের মোট ২১ টি স্থানে মিলাদ মাহফিল, দোয়া ও খাদ্য রিতরণের কর্মসূচী নেয়া হয়েছে। এর মধ্যে এরশাদের বাসভবন পল্লী নিবাসে উপস্থিত থাকবেন তার স্ত্রী রওশন এরশাদ এবং জাপা মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগরীর ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩টি কওে ওয়ার্ড নিয়ে ১৬টি এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন মিলে মোট ২১ স্পট নির্ধারণ করা হয়েছে। তার চেহলাম অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য মহানগর সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও মহানগর সাধারণ সম্পাদক এস.এ. ইয়াসির সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

(এম/এসপি/আগস্ট ৩১, ২০১৯)