মাদারীপুর প্রতিনিধি : ফ্রান্সের প্যারিসের একটি বহুতল ভবন থেকে পড়ে মারা গেছে মাদারীপুর শহরের সুমন দাস (৩৫) নামের এক যুবক।

পারিবারিক সুত্রে জানা যায়, মাদারীপুর শহরের বাদামতলা এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে সুমন দাস ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে। বিভিন্ন জায়গায় চাকুরী চেষ্টা করে। দেশে কোন ভালো চাকুরি না পেয়ে অবশেষে পারি জমায় ফ্রান্সে।

গত ২৯ জুলাই সকালে ফ্রান্সের প্যারিসে ভাড়া বাসার সামনে সুমনের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঐদিন দুপুরে সুমনের মৃত্যুর খবর বাংলাদেশে আসলে নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত সুমনের ভাই এডভোকেট কানাই লাল দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসলে কিভাবে মারা গেছে আমরা জানি না। ফ্রান্স থেকে কেউ বলছে সুমনকে ছয়তলা থেকে ফেলে হত্যা করা হয়েছে আবার কেউ বলছে সে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। লাশ দেশে আনতে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি’।

(এএসএ/অ/জুলাই ৩১, ২০১৪)