নানা শশুরের বাড়িতে বেড়াতে গিয়ে যুবকের আত্মহত্যা
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে নানা শ্বশুরের বাড়িতে বেড়াতে এসে মো. নুর ইসলাম নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বুধবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নুর ইসলাম লালমনিরহাট জেলার সদর উপজেলার সারপুকুর চারতেপতি গ্রামের মহুবর রহমানের ছেলে।
জানা গেছে, নুর ইসলাম ঈদের দিন কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর কুমরপুর শুকান দীঘিরপাড় গ্রামে নানা শ্বশুর আজিজার রহমানের বাড়িতে বেড়াতে আসে। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লে বুধবার সকালে বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙে। এ সময় ঘরের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা করার প্রস্ততি চলছে।
(ওএস/এটিআর/জুলাই ৩০, ২০১৪)