রংপুরে আটক তিন রোহিঙ্গা তরুণীর জামিন না মঞ্জুর
মানিক সরকার মানিক, রংপুর : ভুয়া ও জাল কাগজপত্রের মাধ্যমে রংপুরে পাসপোর্ট করতে এসে আটক তিন রোহিঙ্গা তরুণীর জামিন আবেদন মঙ্গলবারও না-মঞ্জুর করে আগামীকাল বুধবার তাদের জামিন শুনানীর দিন ধার্য করেছেন আদালত। ফলে টেকনাফ থেকে আসা ওই তিন তরুণীর দিন কাটছে এখন রংপুর কারাগারের অন্ধকার প্রকোষ্টে।
গত রবিবার দালালের মাধ্যমে রংপুওে আসা তাসমিনা বেগম (২৪), শারমিন আক্তার (২০) এবং সুমাইয়া আক্তার (২০) নামের তিন তরুণী ভুয়া ও জাল কাগজপত্রের মাধ্যমে রংপুর পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসলে রংপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা সন্দেহের প্রেক্ষিতে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার এ ব্যাপারে রংপুর পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী তৌফিকুর রহমান বাদী হয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা একটি মামলা করেন। সন্ধ্যায় তাদের আবেদন জানালে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট তা না –মঞ্জুর করে তাদেরকে রংপুরের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এরপর মঙ্গলবার আবারও তাদের আইনজীবী এ.এম এম মাহমুদুল হক খোকন জামিনের আদেন করেন। এদিনও তা না-মঞ্জুর করে বুধবার শুনানীর দিন ধার্য করেন এবং একই সঙ্গে মঙ্গলবার শুনানীর দিন ধার্য করেন।
(এম/এসপি/জুলাই ০৯, ২০১৯)