স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র (আরসিসিআই) ২০১৯-২০২১ দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচনে পুন:সভাপতি নির্বাচিত হয়েছেন মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোজতোবা হোসেন রিপন ও মনজুর আহমেদ আজাদ। 

সোমবার রংপুর চেম্বারের বোর্ড রুমে গত ২৯ জুন চেম্বারের ২০১৯-২০২১ দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচনে নির্বাচিত ১৮ জন পরিচালক তাদের নির্বাচিত করেন। নির্বাচিত নতুন সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন ও সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ এর নাম ঘোষণা করেন আরসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড রংপুর শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম।

এ সময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরসিসিআই নির্বাচন বোর্ডের সদস্য ও শাহ্্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, রংপুর শাখার এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোঃ সোলাইমান ও আরসিসিআই নির্বাচন বোর্ডের সদস্য ও এক্সিম ব্যাংক লিমিটেড,রংপুর শাখার ফার্স্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোঃ আহসান হাবীব, আরসিসিআই নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ও জনতা ব্যাংক লিমিটেড, এরিয়া অফিস রংপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাঃ মিজানুর রহমান সরকার, আরসিসিআই নির্বাচন আপীল বোর্ডের সদস্য ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, রংপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোঃ আলী আসাদ, আরসিসিআই নির্বাচন আপীল বোর্ডের সদস্য ও ঢাকা ব্যাংক লিমিটেড, রংপুর শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক জনাব আ.ই.ম আযম মেহরাব. রংপুর চেম্বারের সাবেক জুনিয়র ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ সোমানী, নির্বাচনী কর্মকর্তা ড. মোঃ রেজা-উন-নূর।

চেম্বারের নব নির্বাচিত পরিচালকবৃন্দরা হলেন, মোঃ শাহজাহান বাবু, মোঃ ওবায়দুর রহমান রতন, মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মোঃ রিয়াজ শহিদ শোভন, মোঃ আশরাফুল আলম আল আমিন, মোঃ আজিজুল ইসলাম মিন্টু, মোঃ আকবর আলী, পার্থ বোস, দেবব্রত সরকার রঞ্জু, মোঃ জুলফিকার আজিজ খান, মোঃ হাবিবুর রহমান রাজা, খেমচাঁদ সোমানী রবি, অজয় প্রসাদ বাবন, প্রণয় বণিক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গা, এমপি।

উল্লেখ্য, ২৯ জুন, শনিবার রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ২০১৯-২০২১ দ্বি-বার্ষিক মেয়াদী চেম্বার পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জেনারেল ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদে মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্যপরিষদ পূর্ণ প্যানেল বিজয় লাভ করে।

(এম/এসপি/জুলাই ০১, ২০১৯)