গাংনীতে ৩৫০ ফেনসিডিলসহ এক নারী আটক
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে আমাতুন নেছা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩৫০ বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে গাংনীস্থ র্যাব-৬ ক্যাম্পের একটি অভিযান দল আমাতুনের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। সে কাজিপুর গ্রামের কাছারীপাড়ার মাদক ব্যবসায়ী আব্দুর রশিদের স্ত্রী।
অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি গোলাম রব্বানী শেখ (পিপিএম)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাতুন নেছার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়ন কক্ষ ও গরুর খাবার রাখার ঘর থেকে ৩৫০ বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ওই নারীর নামে গাংনী থানার মামলা করা হয়েছে। সোমবার আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। আমাতুন নেছা ও তার স্বামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয় ও র্যাব সূত্রে জানা গেছে।
(ওএস/এইচআর/জুলাই ২৮, ২০১৪)