বগুড়ায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার
বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলায় বিদেশি ম্যাগাজিন, পিস্তল ও গুলিসহ নাহিদুল ইসলাম নয়ন (২৬) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার নাহিদুল ইসলাম নয়ন গাবতলী উপজেলার মরিয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
গাবতলী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে থানার এসআই নজরুল ইসলামসহ একটি দল অভিযান পরিচালনা করে শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার গোলাবাড়ী বাজার এলাকা থেকে অপেক্ষমান অবস্থায় নয়নকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি ম্যাগাজিন ও গুলিসহ আমেরিকার তৈরি ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
ওসি জানান, নাহিদুল ইসলাম নয়ন থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, খুন, ধর্ষণসহ কমপক্ষে ৮টি মামলা রয়েছে।
(ওএস/এইচআর/জুলাই ২৭, ২০১৪)