চাটমোহরে ব্যবসায়ি প্রণব সাহা হত্যার প্রতিবাদে মানববন্ধন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ব্যবসায়ি ও যুবলীগ নেতা প্রণব সাহা হত্যার প্রতিবাদে ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় চাটমোহরের মির্জাপুর বাজারে হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ নিমাইচড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে নিমাইচড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপতি সাহার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, মুক্তিযোদ্ধা অমল জে ডি, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অবিলম্বে প্রণব সাহা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামিতে এমন আরও অনেক প্রণব সাহাকে জীবন দিতে হবে। মানববন্ধনে জনপ্রতিনিধি, ব্যবসায়ি, রাজনীতিবিদ, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হাতে নৃশংসভাবে খুন ব্যবসায়ি ও যুবলীগ নেতা প্রনব সাহা।
(এসএইচ/জেএ/জুলাই ২৫, ২০১৪)