স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে আর্জেন্টিনা বাজে খেলেছে বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার ৮৬’র মহানায়ক ও ফুটবল বিশ্বকাপ কিংবদন্তি ম্যারাডোনা।

ম্যারাডোনা বলেন, “আর্জেন্টিনা বাজে খেলেছে। এখানে আমরা যারা (সাংবাদিকেরা) উপস্থিত আছি, তারা মিলেও একটা দল বানালে এবারের গ্রুপ পর্ব পেরোতে পারতাম, এতটাই সহজ গ্রুপ ছিল।”

তিনি বলেন, “সাবেলার চেয়ে মেসি আমার সময়েই বেশি ভালো খেলেছে। ও আমাদের অনেকবারই উল্লসিত করেছে। কিন্তু ব্রাজিল বিশ্বকাপটা ওর ভালো কাটেনি। সাবেলার তুলনায় ও আমার সময় পাঁচ গুণ বেশি ভালো খেলেছিল। সাবেলা অবশ্য দাবি করেছে দলের প্রয়োজনেই মেসি অনেকটা ছাড় দিয়ে খেলেছে, কিন্তু এই দাবি সত্য নয়।”

ম্যারাডোনার দাবি, তার সময় সুন্দর ফুটবল খেলেছে আর্জেন্টিনা। আর সাবেলার অধীনে খেলেছে ফল-নির্ভর রক্ষণাত্মক ফুটবল। যেটি আর্জেন্টিনার ফুটবল দর্শনের সঙ্গে যায় না।”

(ওএস/এটিঅার/জুলাই ২৫, ২০১৪)