'যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন'
স্টাফ রিপোর্টার, ঢাকা : শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গত ৫ জানুয়ারির নির্বাচনকে সমর্থন দিয়েছেন। আসলে এটি সত্য নয়। প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ ‘র্যাব ও পুলিশী হেফাজতে মানুষ হত্যা: বিপর্যন্ত মানবতা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।
যুক্তরাজ্যের ভিসা পেতে হলে নয়াদিল্লিতে দেশটির দূতাবাসে আবেদন করার নিয়মের কথা উল্লেখ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘গত ৫ বছরে প্রধানমন্ত্রীর অর্জন হচ্ছে যুক্তরাজ্যের ভিসা পেতে যেতে হবে নয়াদিল্লি।
ক্ষমতায় টিকে থাকতে সরকার পুলিশ দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন চলে জনগণের টাকায়। অথচ দেশের ৯০টি থানায় পুলিশ কর্মকর্তারা নিরহ মানুষদের হত্যা করছেন।’
গাজায় ইসরাইলি হামলার নিন্দা করে বিএনপি নেতা বলেন, ‘ফিলিস্তিনের গাজায় শত শত মানুষ মারা যাচ্ছে। কিন্তু বিশ্ব বিবেকের টনক নড়ছে না। কারণ, তারা মুসলমান।’ এসময় তিনি জাতিসংঘকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যাপক আ স ম মোস্তফা কামাল প্রমুখ।
(ওএস/অ/জুলাই ২৫, ২০১৪)