চাটমোহরে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হরিপুরে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিল ও ৭শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম কাবিল হোসেন (৪১)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল্লাহ’র ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল চাটমোহর উপজেলার হরিপুর বুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কাবিলকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৪ বোতল ফেন্সিডিল ও ৭শ’ গ্রাম গাঁজা।
এ ঘটনায় চাটমোহর থানায় মামলা হয়েছে। মাদক ব্যবসায়ী কাবিলকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি সুব্রত সরকার।
(এসএইচএম/এটিঅার/জুলাই ২৫, ২০১৪)