বগুড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের চকলোকমান এলাকায় যুবলীগ কর্মী লিখনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১১টার সময় এ ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান বলেন, রাত ১১টার দিকে শাহজাহানপুর থানার চকলোকমান এলাকায় কতিপয় সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে লিখনকে এলোপাতাড়ি আঘাত করে। এরপর গুরতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত লিখন জলেশ্বরীতলার লুৎফুর রহমানের ছেলে।
(ওএস/এইচআর/জুলাই ২৫, ২০১৪)