চাটমোহরে পৌর মেয়র ও কাউন্সিলরের শপথ গ্রহণ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার উপ-নির্বাচনে নির্বাচিত পৌর মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃহস্পতিবার বেলা ১২ টায় শপথ গ্রহণ করেন।
রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বেলা ১২ টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ নব-নির্বাচিত চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল এবং ১নং সংরক্ষিত (১,২,৩ নং ওয়ার্ড) মহিলা কাউন্সিলর ইয়াসমিন আরা বুরীকে শপথ বাক্য পাঠ করান।
এসময় চাটমোহর উপজেলা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হালিম, চাটমোহরের আ’লীগ নেতা মাহাবুব এলাহী বিশু, বিআরডিবি’র চেয়ারম্যান নাজিম উদ্দিন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জুয়েল মির্জা, মুক্তার হোসেন শামসু, সমকাল এর চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা উপজেলা চেয়ারম্যান এবং ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এর ফলে মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ দু’টি শুন্য হয়। ২৮ জুন শন্য দুটি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
(এসএইচ/জেএ/জুলাই ২৪, ২০১৪)