বরিশালে তিন সাংবাদিকের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা
বরিশাল প্রতিনিধি : সংবাদ প্রকাশের জের ধরে বরিশালের ৩ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও একশ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেট্রেপলিটন মেজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান টিপু।
মামলায় অভিযুক্তরা হলেন স্থানীয় দৈনিক আলোকিত বরিশালের সম্পাদক ও প্রকাশ পথিক মোস্তফা, প্রধান প্রতিবেদক মাসুদ রানা এবং নির্বাহী সম্পাদক এসএম রফিকুল ইসলাম। বিচারক নুসরাত জাহান মামলাটি তদন্ত করে কোতোয়ালী মডেল থানার ওসিকে ১৬ অক্টোবরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২৫ মে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের বাসায় গিয়ে তার ছেলে কামরুল আহসান রূপমের কাছে মামলায় অভিযুক্ত পথিক মোস্তফা ও মাসুদ রানা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে তারা ২৫টি অটোরিক্সার লাইসেন্স দাবি করেন।
এসব না পেয়ে ২১ জুলাই আলোকিত বরিশাল পত্রিকায় সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করতে পারছেন না মেয়র কামাল শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এতে মেয়রের ভাবমূর্তি খুন্ন হওয়ার অভিযোগে কাউন্সিলর মো. হাবিবুর রহমান টিপু মামলাটি দায়ের করেন।
(বিএস/জেএ/জুলাই ২৪, ২০১৪)