সালথায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
সালথা প্রতিনিধি : 'প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি'- এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার সালথা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ওহিদুজ্জামান ওহিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষক নেতা সৈয়দ নাজমুল হাসান লিটুসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপি নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
(পি/এসপি/মার্চ ১৪, ২০১৯)