বেপরোয়া সালথা থানা পুলিশ, কারন ছাড়াই পেটালো নছিমন চালককে
সালথা প্রতিনিধি : বেপরোয়া ফরিদপুরের সালথা থানা পুলিশ। কোনো কারন ছাড়াই সালথা থানা পুলিশ পেটালো এক নছিমন চালককে।
স্থানীয় ও আহত নছিমন চালকের বরাত দিয়ে জানা যায়, মো. আব্বাস আলী (৩০) পেশায় একজন নছিমন চালক।
মঙ্গলবার সকাল ৯টার দিকে সে পার্শ্ববর্তী ময়েনদিয়া বাজার থেকে নছিমন চালিয়ে তার বাড়ি সালথায় ফিরছিল। নটখোলা ও ময়েনদিয়া বাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছলে ট্রাক সাইড দেওয়ার সময় রাস্তা আটকে যায়। এ সময় পেছন থেকে এসে সানোয়ার দারোগা তার কাছে থাকা হ্যান্ডকাপ খুলে পরিয়ে দেয় আব্বাস আলীর দুই হাতে। তারপর বেপরোয়াভাবে পিটিয়ে আহত করে আব্বাস আলীকে। পুলিশের ওই নির্মম নির্যাতনে ঘটনাস্থলেই আব্বাস আলী জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থা বেগতিক দেখে হ্যান্ডকাপ খুলে নিয়ে সটকে পড়ে দারোগা সানোয়ার হোসেন। স্থানীয়দের সহায়তায় তাকে সালথা বাজারে এনে চিকিৎসা শেষে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আব্বাস আলীর অবস্থা কিছুটা সুস্থ ভাল বলে জানিয়েছেন তার স্বজনেরা।
তথ্যানুসন্ধানে জানা যায়, আগেও আরও কয়েকজনকে পিটিয়েছেন দারোগা সানোয়ার হোসেন। আব্বাস আলীকে নির্মমভাবে পেটানোসহ সকল ঘটনার বিচার চেয়েছে মটরগাড়ি শ্রমিকসহ এলাকাবাসী।
(পি/এসপি/মার্চ ১৩, ২০১৯)