মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় ১৬২ জন নতুন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, ৬৩৭ জন বয়স্ক ভাতা, ২৪৫ জন বিধবা ও দুস্ত মহিলা ভাতা, ৬৬ জন অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতা ও ৩৪টি শিক্ষা উপবৃত্তি ভাতায় ১১’শ বই বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে কালকিনি উপজেলা অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মাদ ফজলে আজিম। উপস্থাপনা করেন সমাজসেবা অফিসার বিশ্বজিৎ বৈদ্যে।

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মাদারীপুর-৩ (কালকিনি-মাদারীপুর) সংসদ সদস্য কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, এ্যাডভোকেট আবুল বাসার, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভাপতি আব্দুল জলিল আকন, ডেপুটি কমান্ডার আ. মালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আকন মোশাররফ হোসেন, কালকিনি প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।

(ওএস/এটিআর/জুলাই ২২, ২০১৪)