চাটমোহরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ১১ হাজার ৮১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মিনি ট্রাকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে শাহিন রেজা (৪০), একই গ্রামের আকাল মহালদারের ছেলে হাফিজুর রহমান (২১) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাহালিয়াপাড়া গ্রামের সমছু মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২২) কে আটক করে। এছাড়া মাদক বহনকারী একটি সাদা রংয়ের মিনি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সোহান বিন আকিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সীমান্ত এলাকা টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে মাদক ব্যবসায়িরা যমুনা সেতু পার হয়ে কাছিকাটা দিয়ে পাবনার চাটমোহর হয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাটমোহর-ছাইকোলা সড়কের কাটেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ওই মিনি ট্রাকটি জব্দ করে।
এসময় ট্রাকে তল্লাসী করে ট্রাকের নীচে চেসিস এর মধ্যে একটি পাইপের ভেতর থেকে কালো প্যাকেটে মোড়ানো অবস্থায় ১১ হাজার ৮১৫ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র্যাব কমান্ডার আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার ওজন ১ কেজি ১৮০ গ্রাম। প্রতি পিচ ৩শ’ টাকা করে মোট ইয়াবার বর্তমান বাজার মূল্য ৩৫ লাখ ৪৪ হাজার ৫শ’ টাকা। এটি পাবনা জেলার সর্ববৃহৎ ইয়াবা চালান আটক বলে জানান তিনি।
(এসএইচএম/এএস/জুলাই ২২, ২০১৪)