ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে এবং অবিলম্বে এই নৃংশস হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে সোমবার সকাল ১১টায় পাবনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে প্রগতিশীল লেখক, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক আঁখি নূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক উৎপল মির্জা, বিশিষ্ট বামনেতা জাকির হোসেন, আমিরুল ইসলাম রাঙা প্রমূখ।
বক্তারা ইসরাইলের এই অমানবিক হামলার তীব্র নিন্দা জানান ও বিশ্ব নেতৃবৃন্দকে এ হামলা বন্ধে উদ্যোগী হবার আহ্বান জানান।
(এসএইচ/জেএ/জুলাই ২১, ২০১৪)