মাদারীপুরে ৪৩টি হাতবোমা উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকা থেকে শক্তিশালী ৪৩টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব-৮।
র্যাব-৮ সুত্রে জানা গেছে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে র্যাব-৮ এর সদস্যরা মাদারীপুর শহরের রাস্তি এলাকায় শনিবার রাত ১২ টার দিকে টহল দিচ্ছিল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হাত বোমাগুলো রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। র্যাব-৮ এর সদস্যরা রাস্তার পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ হলে ঐ ব্যাগটি উদ্ধার করে। র্যাবের ধারণা সন্ত্রাসীরা কোন নাশকতা সৃষ্টির জন্য হাতবোমাগুলো সংগ্রহ করেছিল। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার নুর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এএসএ/এএস/জুলাই ২০, ২০১৪)