'ঐক্যবদ্ধ হয়ে জয়যুক্ত করুন সাজেদা চৌধুরীকে'
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আয়মন আকবর চৌধুরী ওরফে বাবলু চৌধুরী নগরকান্দা ও সালথার দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে ফের জয়যুক্ত করবার আহবান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ আহবান জানান। বিবৃতিতে আয়মন আকবর বলেন, আসন্ন সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনা ও ঐতিহ্য প্রশ্নে কঠিন এক অগ্নি পরীক্ষা। ওই পরীক্ষায় আওয়ামীলীগের নেতাকর্মীদের বিজয়ী হতেই হবে। আর ওই বিজয় ছিনিয়ে আনতে ঐক্যের কোনো বিকল্প নেই।
সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েই সৈয়দা সাজেদা চৌধুরীকে ফের সংসদ সদস্য নির্বাচিত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আয়মন আকবর চৌধুরী আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা ও আওয়ামীলীগের কোনই বিকল্প নেই। শেখ হাসিনা ও আওয়ামীলীগকে শক্তিশালী করতেই সাজেদা চৌধুরীকে নগরকান্দা-সালথা সংসদীয় আসনে বিজয়ী করতেই হবে। তিনি যোগ করেন, আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে সব পারে, এটা এক ঐতিহাসিক সত্য।
(পি/এসপি/ডিসেম্বর ২০, ২০১৮)