ঈশ্বরদীতে ৪ মাদক ব্যবসায়ী আটক
পাবনা প্রতিনিধি : জেলার ঈশ্বরদীতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির তিন লক্ষাধিক টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটক চারজন হলো-উপজেলার পূর্বটেংরী আমবাগান এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে শামসুল আলস (৬০), ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার মৃত শ্যামা হাজির ছেলে মানিক মিয়া (৩৫), রূপপুর বিবিসি বাজার এলাকার মোখলেছুর রহমানের ছেলে হাসিবুর রহমান (৩৩) ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার রশিদ ম-লের ছেলে রোকন মন্ডল (২৮)।
র্যাব-১২, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সোহান বিন আকিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদীর পূর্বটেংরী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে আটক চারজনকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
(ওএস/এস/জুলাই ২০, ২০১৪)