প্রণব হত্যা মামলা
চাটমোহরে আরো একজন গ্রেফতার
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরের বিশিষ্ট ব্যবসায়ি ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি প্রণব সাহাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা দায়েরকৃত মামলায় পুলিশ আরো একজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গ্রেফতারকৃত আসামীদের সংখ্যা দাঁড়াল ৫ জনে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোলেমান (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
একই মামলায় গ্রেফতার হওয়া ৪জন হলো, উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে শরীফ হোসেন (২১), কুমারগাড়া সরদারপাড়া গ্রামের আকবর আলীর ছেলে জিয়ারুল ইসলাম (২৫), পৌর সদরের ছোট শালিখা মহল্লার তোরাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০) এবং পাবনা সদর উপজেলার হেমায়েতপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে মনোয়ার হোসেন (৩৫)।
নিহত প্রনব সাহা উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত বৈদ্যনাথ সাহার ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। আহত দু’জন নিহতের দোকানের কর্মচারী একই গ্রামের মৃত রঘুনাথ চক্রবর্তীর ছেলে ভোলানাথ চক্রবর্তী এবং গৌরিপুর গ্রামের রতন পালের ছেলে নিমাই পাল চিকিৎসাধীন রয়েছে।
চাটমোহর পৌর সদরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় পৈলানপুর বটতলার কাছে পৌঁছালে ৮-১০ জনের একদল ছিনতাইকারী রশি টাঙ্গিয়ে পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তাদের তিনজনকে রশি দিয়ে বেঁধে লাঠিসোঠা দিয়ে বেদম মারপিট করে রাস্তার পাশে একটি হলুদের জমির মধ্যে নিয়ে যায়। এক পর্যায়ে প্রণব সাহাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।
(এসএইচ/জেএ/জুলাই ১৯, ২০১৪)