নাইজেরিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার
স্পোর্টস ডেস্ক : নাইজেরিয়ার ফুটবল ফেডারেশনের(এনএফএফ) উপর সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ৯ জুলাই ফিফা যে স্থগিতাদেশ দিয়েছিলো তা প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানায়, এনএফএফ-এর উপর যে স্থগিতাদেশ দেয়া হয়েছিল তা ১৮ জুলাই ২০১৪ থেকে প্রত্যাহার করা হলো। ফিফার সদস্য হিসেবে এনএফএফ- এর সব অধিকার পুনর্বহাল করা হলো।
এর ফলে কানাডায় অনুষ্ঠেয় অনুর্ধ্ব-২০ যুব মহিলা বিশ্বকাপে অংশ নিতে পারবে নাইজেরিয়া।
(ওএস/এস/জুলাই ১৯, ২০১৪)