বগুড়ায় এনজিও কর্মীর টাকা ছিনতাই
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে দিনদুপুরে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিওর এক মাঠকর্মী ছিনতাইকারীর কবলে পড়েছেন।
এ সময় ওই এনজিও কর্মী সুরাইয়া খানমের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকি ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটেছে।
শাজাহানপুর জোনের এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, শাজাহানপুর কেন্দ্র থেকে ঋণের টাকা আদায় করে ওই মাঠকর্মী মাঝিড়া অফিসে ফিরছিলেন। পথে একটি মোটরসাইকেলযোগে তিনজন তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাগুলো লুট করে নিয়ে যায়।
শাজাহানপুর থানার ওসি আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মোটরসাইকেল আরোহীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
(ওএস/এইচআর/জুলাই ১৯, ২০১৪)