নগরকান্দায় মাদক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় মাদকবিরোধী চিত্রাংকন প্রতিযোগীতা ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে নগরকান্দা থানা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগিতায় নগরকান্দা উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় থেকে ৪টি স্তরে ভাগ করে মোট ৭২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ, সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ওসি তদন্ত মিরাজ হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস, পৌরসভার প্যানেল মেয়র নিমাই সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষার্থীদের অভিভাবকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
(এনএস/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)