বিশ্বকাপের শতবর্ষ উদযাপিত হতে যাচ্ছে উরুগুয়েতে!
স্পোর্টস ডেস্ক, ঢাকা : উরুগুয়ে ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হতে পারে। তবে তাদের সঙ্গে সহ-আয়োজকের দায়িত্ব দেওয়া হতে পারে আর্জেন্টিনাকে।
রাশিয়া ২০১৮ সালের বিশ্বকাপের আয়োজক হয়েছে। আর ২০২২ সালের বিশ্বমঞ্চ বসতে পারে কাতারে। আমেরিকাকে ভাবা হচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ।
বিশ্বকাপ ফুটবলের শততম বছর উপলক্ষে ফুটবলের বিশ্ব আসর হিসেবে ফিফা উরুগুয়েকে বেছে নিতে পারে বলে জানায়। তবে ছোট দেশ এবং জনসংখ্যা কম (মাত্র ৩.৩ মিলিয়ন) বলে আর্জেন্টিনাকে এই আসরের সহ-আয়োজক করার চিন্তাও করছে ফিফা।
আর্জেন্টাইন ফুটবল অ্যাডমিনেস্ট্রেটরের (এএফএ) প্রেসিডেন্ট জুলিও গ্রোনডোনা বলেছেন, ‘ফিফার ইচ্ছা বিশ্বকাপের শততম বছর আর্জেন্টিনা এবং উরুগুয়েতে উৎযাপন করার।’
১৯৩০ সালে ফিফা আয়োজিত বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত কোনো ফুটবল বিশ্বকাপ। ১৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়। ফিফা ১৯২৯ সালের বার্সেলোনা সেমিনারে উরুগুয়েকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয়। কেননা সেবছর উরুগুয়ে স্বাধীনতার শতবর্ষে পা দিয়েছিল।
এর আগে ২০০২ সালে প্রথমবারের মতো জাপান এবং দ. কোরিয়া দুই দেশ মিলে বিশ্বকাপের আয়োজন করেছিল।
(ওএস/পি/জুলাই ১৮, ২০১৪)