স্পোর্টস ডেস্ক, ঢাকা : শিরোপা ক্ষুধা মেটাতে ব্যর্থ হয় আর্জেন্টিনা, জার্মানির বিপক্ষে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে হেরে। তবে সফল হয়েছে তাদের মহানুভবতায়। মেসিবাহিনী তাদের বিশ্বকাপের প্রাইজমানির অর্থ দান করে দিচ্ছেন বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে।

বিশ্বকাপে রানার্স আপ হওয়ার সুবাদে মেসিরা ২৫ মিলিয়ন মার্কিন ডলার লাভ করে। এর থেকে ১ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার তারা দান করে গারাহান নামক ক্যান্সার হাসপাতালে।

খেলোয়াড়দের মধ্যে এ মহানুভবতার পরিকল্পনা এনে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার জাভিয়ের মাসচেরানো।

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থ তারা পৌঁছে দেবে। এর আগেও মেসির গড়া ফাউন্ডেশনের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে সাহায্য করা হয়েছিল।

(ওএস/পি/জুলাই ১৮, ২০১৪)