ব্রাহ্মণবাড়িয়ায় নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আমতলী বাজারের নৈশ প্রহরী জয়নাল মিয়াকে (৪৫) বৃহস্পতিবার ভোরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, রাতে জয়নাল মিয়াসহ চার প্রহরী আমতলী বাজার পাহারা দিচ্ছিলেন। ভোর ৪টার দিকে একদল দুর্বৃত্ত বাজারে এসে জয়নালকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
(ওএস/এএস/জুলাই ১৭, ২০১৪)