স্পোর্টস ডেস্ক, ঢাকা : শেষ মুহূর্তে গ্লাসগো কমনওয়েলথ গেমসের ভারতীয় দল থেকে বাদ পড়লেন ভারতের তরুণী স্প্রিন্টার দ্যুতি চাঁদ। ব্যাঙ্গালুরুতে লিঙ্গ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেন নি বলে জানা যায়।

১৮ বছর বয়সী দ্যুতিকে শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে ভারতের অ্যাথলেট ফেডারেশন থেকে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম হতে জানা যায় লিঙ্গ পরীক্ষায় একজনকে বাদ দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে এই পরীক্ষা হওয়ার পরই দ্যুতিকে দল থেকে বাদ দেওয়া হয়। তবে ৩৩ জনের প্রাথমিক দলে দ্যুতির নাম ছিল। দ্বিতীয় দফার তালিকায় দ্যুতির নাম নেই। সেখানে প্রকাশ করা হয় ৩২ জনের নামের তালিকা।

ফেডারেশনের সেক্রেটারি সিকে ভালসন বলেন, ‘হ্যাঁ দ্যুতি নতুন তালিকায় নেই। লিঙ্গ পরীক্ষার পর তাকে বাদ দেওয়া হয়েছে কিনা তা সম্পর্কে আমি কিছু বলতে পারছি না।’

১০০ মিটার ইভেন্টের মহিলা চ্যাম্পিয়নে দ্যুতি বর্তমানে জাতীয় পর্যায়ে এক নম্বরে রয়েছেন। এশিয়ান চ্যাম্পিয়ন্সে ২০০ মিটার স্প্রিন্টে তিনি ২০১৩ সালে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন।

(ওএস/পি/জুলাই ১৬,২০১৪)