টনি ক্রুস রিয়ালে যাচ্ছেন!
স্পোর্টস ডেস্ক, ঢাকা : স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ দল গোছানোর ক্ষেত্রে বরাবরই এগিয়ে। মৌসুমের শুরু থেকে পছন্দের খেলোয়াড়কে দলে টানতে উচ্চমূল্য দিতেও প্রস্তুত থাকে রিয়াল।
রিয়াল বিশ্বকাপ চলাকালে কলাম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাওকে দলে নিয়েছে। এবার জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা। বিষয়টি নিশ্চিত করেছেন টনি ক্রুস নিজেই।
মারাকানার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ক্রুস বলেন,‘চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ শেষ করেছি। এখন আমি মাদ্রিদ যাচ্ছি। দুটি স্বপ্ন পূরণ হলো আমার।’
ব্রাজিল বিশ্বকাপে ভালো খেলেছেন ক্রুস। নিজে করেছেন দুই গোল,করিয়েছেন চারটি।
এদিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঙ্গেল ডি মারিয়াকে ছেড়ে দিতে রাজি হয়েছে রিয়াল কর্তৃপক্ষ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন এই ফরোয়ার্ড।
(ওএস/পি/জুলাই ১৫, ২০১৪)