সাংবাদিক মামুনুর রশীদ আর নেই
স্টাফ রিপোর্টার : একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদ আর নেই। সোমবার (০৩ সেপ্টেম্বর) রাত ১০টার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করা মামুনুর রশীদ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ বিট কাভার করছিলেন।
মামুনুর রশীদের স্বজনদের বরাত দিয়ে বৈশাখী টেলিভিশনের রিপোর্টার জয়দেব দাস বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার আগে তিনি অস্বস্তি অনুভব করছিলেন। দ্রুত তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে বারডেম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মামুনুর রশীদের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় একুশে টেলিভিশনে এবং বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মামুনুর রশীদের জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব নড়াইলে গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন করা হবে।
(ওএস/অ/সেপ্টেম্বর ০৪, ২০১৮)