দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
কারখানা থেকে ২০টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে অস্ত্র তৈরির দুই কারিগরকে।
আটক কারিগররা হলেন- আব্দুল হাকিম (৩৮) ও শহিদুল্লাহ (৩১)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
(ওএস/এসপি/জুলাই ২২, ২০১৮)