বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে  মামার ছুরিকাঘাতে ভাগ্নে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পারতেখুর গ্রামে এই ঘটনা ঘটে।

মামার নাম মিরাজুল এবং নিহত ভাগ্নের নাম আরাফাত (২৫)।


আরাফাত পারতেখুর উত্তরপাড়া গ্রামের চাঁনমিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে নিহতের মামা মিরাজুল ও তার বড়ভাই আব্দুল মালেকের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে হাতাহাতি হয়। এসময় ভাগ্নে আরাফাত তাদেরকে থামাতে গেলে মিরাজুল প্রথমে তার বড়ভাই মালেককে ছুরিকাঘাত করে। পরে আরাফাতকেও ছুরকিাঘাত করে। এতে আরাফাত ঘটনাস্থলেই মারা যায় এবং আব্দুল মালেককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর মিরাজুল পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(ওএস/এইচআর/জুলাই ১০, ২০১৪)