গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলা নববর্র্ষকে বরণ করেন।

শনিবার সকালে গানে গানে বর্ষবরণ ও নয়টায় মঙ্গল শোভা যাত্রার আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা মঞ্চ বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের মাঠে এসে সমবেত হয়।

শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান মু. সামসুজ্জামান লিকন, উপজেলা নির্বাহী অফিসার জনাব তৌছিফ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ সহ বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

বাংলা নববর্ষ উপলক্ষে গলাচিপায় সাতদিন ব্যাপি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলার শেষ দিন দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে মেলা কর্তৃপক্ষ জানান। এছাড়া স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানা যায়।

(এসডি/এসপি/এপ্রিল ১৪, ২০১৮)