সেক্রেটারির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান এমএ হান্নানকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সদর হাসপাতাল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে নাসিরনগর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী নাসিরনগর থেকে মিছিল নিয়ে এসে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জমায়েত হয়। এরপর বেলা সাড়ে ১২টার থেকে মানবন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মোল্লা কচি, যুগ্ম-আহবায়ক মোবারক মুন্সী, সিরাজুল ইসলাম, জেলা বিএনপি নেতা বিএম মমিনুল হক, এড.আলী আজম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আজম, নাসিরনগর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আজিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা মহিলা দল সভাপতি হাসনা হেনা, উপজেলা যুবদল আহবায়ক সৈয়দ আবু সারোয়ার, যুবদল নেতা রুহুল আমিন প্রমুখ।
প্রসঙ্গত,দুই মাস আগে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি বাজারে সিএনজি স্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নুরপুর ও জ্যাঠাগ্রামের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনায় সাজিদ মিয়া বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামী করা হয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নানকে। এ ঘটনায় গত সোমবার ঢাকার গোয়েন্দা পুলিশ হান্নান চেয়ারম্যানকে ঢাকায় গ্রেফতার করেন।
(এসসি/এএস/জুলাই ০৯, ২০১৪)