বগুড়ায় হিরোইনসহ আটক ১
বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার হাসখালী বাজার থেকে মঙ্গলবার বিকেলে প্রায় এক লাখ টাকার হিরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, তার নাম শরিফুল ইসলাম (৩৫) । তিনি বগুড়ার শাহাজাহানপুর উপজেলার বিহি গ্রামের মোতাহার আলীর ছেলে।
ধুনট থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ধুনট উপজেলার হাসখালী বাজারে মোটরসাইকেলযোগে হিরোইন বিক্রি করতে আসলে গোপান সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই এনায়েত কবির ও আনিছুর রহমান শরিফুলকে ধরতে বাজারে অভিযান চালান। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে ১৫ গ্রাম হিরোইন ও তার ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে আটক করে পুলিশ।
তিনি জানান, শরিফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের ব্যবসা করতেন। নিজের এলাকা ছাড়াও সে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ভাবে মাদকদ্রব্য বিক্রি করেন। তিনি একসময় সেনা সদস্য পদে কর্মরত ছিলেন। উক্ত পদে কর্মরত থাকা অবস্থায় মাদক ব্যবসার অভিযোগে শরিফুল ইসলাম চাকুরিচ্যুত হয়েছেন।
এ ঘটনায় শরিফুল ইসলামর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
(ওএস/জেএ/জুলাই ০৯, ২০১৪)