বিএনপি-জামায়াত রাজনীতির বিষ
স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াতকে রাজনীতির বিষ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, সরকার বিষমুক্ত খাবারের জন্য আইন করেছে। আমি বলবো শুধু খাবারকে বিষমুক্ত করলে হবে না, খাবারের পাশাপাশি রাজনীতিকেও বিষমুক্ত করতে হবে। যারা রাজনীতির নামে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ধ্বংস করছে তারাই রাজনীতির বিষ।
সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ‘বাংলাদেশ নাগরিক সেবা ও কনজ্যুমার রাইটস সোসাইটি’ আয়োজিত “চলমান রাজনীতি, স্থিতিশীল বাজার, বিষমুক্ত খাবার- ঈদ আনন্দে জনগণ” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ নয়, বিএনপিই জনপরিত্যক্ত দলে পরিণত হয়েছে। তাই তারা জনগণের কাছে না গিয়ে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে।
ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত বলতে চেয়েছিলেন ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি পরিত্যক্ত দলে পরিণত হয়েছে। কিন্তু তিনি ভুল করে আওয়ামী লীগের নাম বলে ফেলেছেন’।
(ওএস/এটিআর/জুলাই ০৭, ২০১৪)