বগুড়ায় সরকারি চাল কেনার দায়ে ৫ জনের অর্থদণ্ড
বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলায় সরকারি বরাদ্দের (ভিজিএফ) চাল কেনার দায়ে উপস্থিত ৫ ক্রেতাকে ৩ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিচারক একই সঙ্গে উদ্ধারকৃত ২ হাজার ৮০০ কেজি চাল জব্দ করারও নির্দেশ দেন।
রবিবার রাত পৌনে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মন্ডল এ আদেশ প্রদান করেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চকনন্দন এলাকার শফিকুল ইসলাম, কাবিলপুর এলাকার মতিয়ার রহমান, বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকরিয়ার মকবুল, জোরগাছা ইউনিয়নের নিমের পাড়ার আহসান ও মিষ্টার।
সোনাতলা থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি (ভিজিএফ) চাল উত্তোলন করা হয়। চালগুলো অবৈধ ভাবে বিক্রি হচ্ছে সংবাদ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
সোনাতলা উপজেলার সদর থেকে ১৬ বস্তা, বালুয়া থেকে ৫১ বস্তা ও জোরগাছা ইউনিয়ন থেকে ৩ বস্তাসহ সর্বমোট ৭০ বস্তা (২ হাজার ৮০০ কেজি) চালসহ উল্লেখিত ক্রেতাদের আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ এনে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করায় বিচারক উল্লেখিত আদেশ দেন।
(ওএস/এইচআর/জুলাই ০৭, ২০১৪)