বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাফিজার রহমান (৪০) নামে ভূমি অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত হাফিজার উপজেলার বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন।
জানা যায়, রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন হাফিজার রহমান। রাত ১২টার দিকে রেইন কোট পরিহিত এক ব্যক্তি ভেতরে ঢুকলে হাফিজার রহমান টের পেয়ে জেগে ওঠেন। এ সময় দুর্বৃত্তরা হাফিজারের চোখে বালি ছিটিয়ে বুক ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই হাফিজার রহমান মারা যান। পরে খবর পেয়ে কাহালু থানার ওসি সমিত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।
(ওএস/এএস/জুলাই ০৩, ২০১৪)