মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির আবেদন ৩০ জুলাই শেষ
স্টাফ রিপোর্টার : মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তি আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই। এরপর আর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া যাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, অনেকেই প্রকৃত মুক্তিযোদ্ধা, অথচ মুক্তিযোদ্ধার তালিকায় তাদের নাম নেই। সরকার আগামী ৩০ জুলাই পর্যন্ত তালিকাভুক্তির আবেদন গ্রহণ করবে। অনলাইনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে এই আবেদন করতে হবে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
(ওএস/এইচআর/জুলাই ০৩, ২০১৪)