নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা পরিষদ পার্কের ভিতরের চিত্র অত্যন্ত করুন। পার্কে প্রবেশ মুখে প্রধান গেটের সামনে ও রাস্তার পাশে পার্কের দেয়াল ঘেঁষে অবৈধ স্থাপনাগুলো যেমন নোংরা তেমনী পরিবেশ বিপন্ন করছে। এতে করে পার্কের সৌন্দর্য বিপন্ন করছে। অবস্থা দেখে মনে হয়, এসব দেখার মত কেউ নেই।

পার্কের প্রধান গেটের সামনে দেয়াল ঘেঁষে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা। এছাড়া রাস্তার ধারে বহুদিন আগে গড়ে তোলা হয়েছে একটি গণশৌচাগার। পার্কে প্রবেশ করতে বা ওইপথে চলাচল করতে দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে পথচারী ও শিক্ষার্থীদের। শৌচাগারটি পুরনো হওয়ায় যে কোন সময় তা ভেঙ্গে পড়তে পারে বলে আশংকা অনেকেরই। নারী, পুরুষ, শিশুরা এমন পরিবেশে পার্কে প্রবেশ করতে বিব্রত বোধ করে থাকেন।

ওই পথেই চলাচল করতে হয়, সরকারী বিএমসি মহিলা কলেজের হোস্টেলের ছাত্রীদের, আস্তান মোল্লা কলেজের শিক্ষার্থীদের, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ও পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের, সরকারী কেডি সরকারী উচ্চ বিদ্যালয় ও জেলা স্কুলের ছাত্রদের, শিক্ষক ও অভিভাবকসহ হাজার হাজার মানুষকে। এমনকি জাতীয় সংসদের হুইপ, স্থানীয় এমপি, ডিসি, এসপিসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও চলাচল করেন ওই পথে। তার পরেও যেন কারো নজরে আসেনা পার্কের ভিতরে এবং প্রধান গেটের সামনের এই দৈন্যদশার দিকে।

জেলা পরিষদের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বরাদ্দ না থাকায় উন্নয়ন তো দূরের কথা, রক্ষনাবেক্ষনের কোন পদক্ষেপও নেয়া নাকি সম্ভব হচ্ছেনা।

(বিএম/এসপি/ডিসেম্বর ০৪, ২০১৭)