নওগাঁয় ১১০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই
নওগাঁ প্রতিনিধি : রবিবার দিনগত রাত সাড়ে ১২টায় নওগাঁর বদলগাছি উপজেলায় গুলি ছুঁড়ে একটি পাজেঁরো গাড়ী থামিয়ে গাড়ি থেকে ১১০ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলকপুর-পারসোমবাড়ি সড়কের শ্রীরামপুর ব্রীজের ওপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পাজেঁরো গাড়ীর চালক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন চকলক্ষিপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেনের পুত্র আব্দুল বারেক (২৫) এবং অপরজন চাঁদপুর জেলার শাহরস্তি উপজেলার আহম্মদনগর গ্রামের নুরুল ইসলামের পুত্র সেলিম হোসেন (৪০)।
নওগাঁ ডিবি পুলিশের ওর্সি আব্দুর রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনের নির্দেশে ঘটনার সময় শ্রীরামপুর ব্রীজের ওপর তাঁর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অবস্থান নেয়। গাঁজা বহনকারী পাঁেজরো গাড়ীটি সেখানে পৌঁছলে সামনে ব্যারিকেড সৃষ্টি করা হয়। ব্যারিকেড উপেক্ষা করে সামনে এগুতে চাইলে শর্টগানের পর পর দু’রাউন্ড গুলি ছুঁড়তে হয়। এক পর্যায়ে গাড়িটি পিছন দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ তল্লাশী চালিয়ে ওই গাড়ী থেকে ১২ কেজি ওজনের ৯টি এবং ২ কেজি ওজনের ১টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। পুলিশ জানায়, আটক ১১০ কেজি গাঁজার বর্তমান বাজার মুল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং আটক পাজেঁরো গাড়িটির মুল্য ১৫ লাখ টাকা। এব্যাপারে বদলগাছি থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন নিশ্চিত করে বলেন, সোমবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
(বিএম/এসপি/ডিসেম্বর ০৪, ২০১৭)