বাজেট অধিবেশন শেষ হচ্ছে আজ
স্টাফ রির্পোটার : আজ বৃহস্পতিবার দশম জতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শেষ হচ্ছে ।
টানা এক মাস চলার পর বৃহস্পতিবার বাজেটে অধিবেশনের মুলতবি ঘোষণা করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১ টা ০০ মিনিটে স্পিকারের সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।
দশম জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন। ইতোমধ্যে নতুন সরকারের প্রথম বাজেট পাস হয়েছে। গত ২৯ জুন জাতীয় সংসদে প্রথমবারের মতো বিরোধী দলের পূর্ণ সমর্থন নিয়ে বাজেট পাস করলো সরকার।
২৯ জুন ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট পাস করে আওয়ামী লীগ নেতৃত্বধীন এই সরকার। প্রথম বাজেট অধিবেশনে ৩টি বিল পাস হয়।
এরমধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪, পল্লী সঞ্চয় ব্যাংক বিল-২০১৪ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল-২০১৪। এছাড়া ফরমালিন নিয়ন্ত্রণ বিলের রিপোর্ট উত্থাপন করা হয় বাজেট অধিবেশনে।
প্রথম বাজেট অধিবেশনে সরকার, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের আলোচনায় ছিল প্রাণবন্ত। বাজেটের উপর সাধারণ আলোচনা হয়েছে ৬০ ঘণ্টারও বেশি সময়। গত ৩ জুন থেকে শুরু হওয়া এ বাজেট অধিবেশন বৃহস্পতিবারসহ মোট কার্য দিবস ছিলো ২৩ দিন।
সরকারের অংশ হিসেবে বিরোধী দল বাজেট অধিবেশনের শুরু থেকেই সংসদে উপস্থিত থেকে বাজেট পাসে সক্রিয় ভূমিকার রাখে।
এবারই প্রথম বাজেট পাসের দিনে বিরোধী দলের পূর্ণ সমর্থন ও সরব উপস্থিতি ছিলো।
দশম জাতীয় সংসদের শুরু থেকেই বিরোধী দলের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। সরকারের অংশ হিসেবে বিরোধী দলে থাকায় সরকারি কোনো সিন্ধান্তেই বিরোধ সৃষ্টি করেনি জাতীয় পার্টি।
প্রথম বারের মতো ১৫ জন স্বতন্ত্র সদস্য নিয়ে সংসদ সদস্য হাজী মো. সেলিমের নেতৃত্বে নতুন জোট গঠন করা হয়। দশম সংসদের বিরোধী দলের চাইতে স্বতন্ত্র জোটের সদস্যরা বেশি সরব ছিলেন সংসদে।
দশম জাতীয় সংসদের পথচলা শুরু হয় ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশন শেষ হয় ১০ এপ্রিল। বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন।
এদিকে সংসদীয় গণতন্ত্র চালুর এবারই প্রথম সংসদে প্রতিনিধিত্ব নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির।
(ওএস/এএস/জুলাই ০৩, ২০১৪)