ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহফুজ (৫০), তার স্ত্রী নীলুফা (২৯), তাদের সন্তান মাসুদ (৬), জুবায়ের (৪) ও প্রতিবেশী মিজান (৩৮)। এদের বাড়ি সরাইল উপজেলার ভূতল গ্রামে।

সরাইল থানার ওসি আলী আশরাফ জানান, পরিবারের কাছে নিহতদের হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

(ওএস/এটিআর/জুন ০১, ২০১৪)