সালথায় দু-দলের সংঘর্ষে মহিলা নিহত, আহত ৫০
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় গ্রাম দু-দলের সংঘর্ষে জহুরা বেগম (৬০) নামে এক মহিলা নিহত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। জহুরা ঐ গ্রামের মান্নান মাতুব্বারের স্ত্রী। সংঘর্ষ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে খাগৈড় গ্রামের দেলোয়ার মোল্যার সাথে প্রতিপক্ষ গোবিন্দপুর গ্রামের শের আলী খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই সুত্রধরে মঙ্গলবার সকাল ১১ টার দিকে গোবিন্দপুর গ্রামে দু-দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা-ইটপাটকেল, লাঠিসোটা নিয়ে একেঅপরের উপর ঝাপিয়ে পড়ে। দীর্ঘ ২ ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে দেলোয়ার মোল্যার সমর্থক মান্নান মাতুব্বারের স্ত্রী জহুরা বেগম (৬০) নিহত হয়। এসময় অন্তত ১০/১২টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে সংঘর্ষকারীরা। এতে উভয় দলের অন্তত ৫০ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পুত্রবধু হেনারা বেগম সাংবাদিকদের জানান, সংঘর্ষের সময় শের আলী খানের লোকজন বাড়িতে ঢুকে আমার শাশুড়িকে পিটিয়ে হত্যা করেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি তদন্ত মো. ফায়েকুজ্জামান বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেন। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
(এএনএইচ/এসপি/অক্টোবর ১০, ২০১৭)