E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

করোনায় আরও এক মৃত্যু, শনাক্ত ৫৭

২০২৪ জানুয়ারি ৩০ ১৮:০০:২৮
করোনায় আরও এক মৃত্যু, শনাক্ত ৫৭

স্টাফ রিপোর্টার : দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে দেশে করোনায় মারা গেছেন একজন।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮২ জনে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ১০৮ জন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫ পরীক্ষাগারে ৯৩৫টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৫৪ জন ঢাকার এবং ৩ জন চট্টগ্রামের রোগী রয়েছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্য থেকে সেরে উঠেছেন ১৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৪০৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

(ওএস/এসপি/জানুয়ারি ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test