E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

করোনায় ২৩০ মৃত্যু, শনাক্ত ৫২ হাজার

২০২৩ মে ০৫ ১২:৫৯:৪০
করোনায় ২৩০ মৃত্যু, শনাক্ত ৫২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২৩০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫২ হাজার ২৮৬ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এ নিয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৬৯ হাজার ৬৯২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৬৫০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৬ কোটি ১৪ হাজার ৮৬১ জন।

শুক্রবার (০৫ মে) সকাল সাড়ে ৯টায় ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৭৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৬৭ লাখ ৬২ হাজার ৭৯৭ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬২ হাজার ৪০৩ জনে।

এছাড়া জার্মানিতে একদিনে মারা গেছেন ৭৯ জন, জাপানে ১৮ জন এবং রাশিয়া ও ইন্দোনেশিয়ায় ৩২ জন করে মারা গেছেন।

(ওএস/এএস/মে ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test