E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

করোনায় বিশ্বে আরও ১১০ মৃত্যু, শনাক্ত ৫০ হাজারের নিচে

২০২৩ মে ০১ ১২:২৪:১১
করোনায় বিশ্বে আরও ১১০ মৃত্যু, শনাক্ত ৫০ হাজারের নিচে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৫৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৬৩ হাজার ৭৭৯ জন এবং শনাক্ত বেড়ে ৬৮ কোটি ৭১ লাখ ৩ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫৮ হাজার ৯৯৬ জন। এ পর্যন্ত মোট সেরে উঠেছেন ৬৫ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ৫২৭ জন।

সোমবার (০১ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। দৈনিক প্রাণহানির তালিকায় রাশিয়ার পরেই মেক্সিকো ও ইন্দোনেশিয়া।

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৬১৪ জন এবং মারা গেছেন ৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১১ লাখ ৭০ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৪৭৯ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৪১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৩০৫ জনে আর সংক্রমণ বেড়ে হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫১ হাজার ২০৯ জন।

একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১২ জন এবং মারা গেছেন ৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩২৭ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন।

জাপানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭২২ জন এবং মারা গেছেন ১৪ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৭৩৯ জন শনাক্ত এবং মারা গেছেন ৭৪ হাজার ৫৪২ জন।

মেক্সিকোতে একদিনে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৫৫ জন এবং মারা গেছেন ১৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৫ লাখ ৮৭ হাজার ১৭২ জন এবং মোট মারা গেছেন ৩ লাখ ৩৩ হাজার ৮৯৫ জন।

ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৭৫ জন শনাক্ত হওয়ার পাশাপাশি ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত ৬৭ লাখ ৭৪ হাজার ৭২১ জন এবং মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ২৮৪ জন।

(ওএস/এএস/মে ০১, ২০২৩)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test